প্রেমঘটিত বিষয়ে বন্ধুর সঙ্গে বাগবিতণ্ডায় হত্যা, অবশেষে যাবজ্জীবন
১৪ মে ২০২৪ ২২:৪৭
রংপুর: রংপুরের পীরগাছায় আলোচিত কলেজছাত্র তৌকির আহম্মেদ তুষার হত্যা মামলায় সাইফুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও একবছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সাইফুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম পীরগাছা ইউনিয়নের কৈকুড়ি ইউনিয়নের মীরাপাড়া গ্রামের টাবলু মিয়ার ছেলে। সাইফুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল মালেক।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, তৌকির আহম্মেদ তুষার ও সাইফুল ইসলাম দুজন বন্ধু। পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের বাসিন্দা। ইউনিয়নের সুবিদ গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে তৌকির আহম্মেদ তুষার রংপুর কারমাইকেল কলেজে ইংরেজি বিষয়ে অনার্স প্রথমবর্ষে লেখাপড়া করতেন। অপরদিকে তার বন্ধু সাইফুল ইসলাম পড়তেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তারা একই মেয়ের সঙ্গে প্রেম করতেন সেটি দুজনেই জানতেন না।
পরে ঘটনাটি জানাজানি হলে ২০১৪ সালের ৩০ জুলাই রাতে সাইফুলের সঙ্গে তুষারের প্রেমঘটিত বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এরপর রাত ৯টার দিকে তুষার ৭-৮ জন বন্ধু মিলে পীরগাছার দেবী চৌধুরাণী স্কুল মাঠে বসে গল্প করার সময় সাইফুল জোর করে মাঠের এক পাশে তুলে নিয়ে গিয়ে পেটে ছুরিকাঘাত করে হত্যা করেন।
এ ঘটনায় তৌকিরের চাচা আব্দুল হামিদ মিয়া বাদী হয়ে পীরগাছা থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে সাইফুল ইসলামের উপস্থিতিতে রায় ঘোষণা করে আসামিকে কারাগারে পাঠানো হয়।
সারাবাংলা/একে