কোহলিকে টপকে বাবরের নতুন রেকর্ড
১৫ মে ২০২৪ ০৯:৩০
দুজনের মাঝে কে সেরা, সেটা নিয়ে দুই দলের সমর্থকদের তর্ক চলে নিয়মিতই। পরিসংখ্যানের দিক দিয়ে ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের বাবর আজম লড়ছেন সমানে সমান। এবার টি-২০ ক্রিকেটে কোহলিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচে হাফ সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-২০ তে সর্বোচ্চ পঞ্চাশের বেশি স্কোরের মাইলফলক ছুঁয়েছেন বাবর।
ডাবলাইন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ৪২ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বাবর। আন্তর্জাতিক টি-২০ তে এটি তার ৩৬তম হাফ সেঞ্চুরি। এই ফরম্যাটে তার সেঞ্চুরি আছে ৩টি। সব মিলিয়ে পঞ্চাশের বেশি স্কোর আছে ৩৯টি। আর এতেই কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি।
এতদিন ৩৮টি পঞ্চাশের বেশি ইনিংস নিয়ে এই তালিকার সবার উপরে ছিলেন কোহলি। বাবর তাকে ছাড়িয়ে উঠে এসেছেন সবার উপরে। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন কোহলির সতীর্থ রোহিত শর্মা। তার পঞ্চাশের বেশি ইনিংসের সংখ্যা ৩৪টি। তার পরেই আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, তার ইনিংস সংখ্যা ২৯টি।
আসন্ন টি-২০ বিশ্বকাপে এই চার ক্রিকেটারই আছেন নিজ নিজ দেশের স্কোয়াডে। এই রেকর্ডে তাই দ্রুতই অদল বদল আসতে পারে!
সারাবাংলা/এফএম