ফুটবলাররা শান্ত থাকলেই সিটি চ্যাম্পিয়ন হবে: গার্দিওলা
১৫ মে ২০২৪ ১৪:৩৯
গত কয়েক মৌসুমের মতো এবারও শেষ মুহূর্ত পর্যন্ত চলছে শিরোপা লড়াই। প্রিমিয়ার লিগে শেষ সপ্তাহেই জানা যাবে, ম্যানচেস্টার সিটি না আর্সেনাল, কার হাতে উঠবে লিগ শিরোপা। তবে আর্সেনালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে সিটি। শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে যেকোনো ব্যবধানে হারাতে পারলেই টানা চতুর্থবারের মতো লিগ জিতবে সিটিজেনরা। টটেনহামের বিপক্ষে জয়ের পর সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, ফুটবলাররা শান্ত থাকলেই জয় দিয়ে চ্যাম্পিয়ন হবে সিটি।
টটেনহামের বিপক্ষে জমজমাট এক ম্যাচে দ্বিতীয়ার্ধে গিয়ে গোল পেয়েছিল সিটি। গোলরক্ষক ওর্তেগার অবিশ্বাস্য এক সেভে সমতা আনতে পারেনি টটেনহাম। শেষ পর্যন্ত হালান্ডের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সিটিজেনরা।
গার্দিওলা বলছেন, শিরোপা জিততে হলে চাপমুক্ত হয়ে খেলতে হবে সিটিকে, ‘সবাই জানত ফলাফল পক্ষে না এলে কি হবে। ম্যাচ হারলেই লিগ শেষ, এমন অবস্থায় আসলে নিজের সেরাটা দেওয়া যায় না। তারাও মানুষ। আমি চাপটা বুঝি। আর্সেনালও ইউনাইটেডের বিপক্ষে সেরাটা খেলতে পারেনি।’
শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষেও চাপে থাকবে সিটি, মানছেন গার্দিওলা , ‘ওয়েস্ট হ্যামের বিপক্ষেও চাপ থাকবে। এরকম চাপে আমরা আগেও পড়েছি। সেখান থেকে লিগ জিতেছে দল। আমি সবাইকে বলব শান্ত থাকবে। তাহলেই চলবে। আমরা জানি আমাদের কি করতে হবে। একটু চিন্তা তো থাকবেই, প্রতিপক্ষও কঠিন। ম্যাচটা সহজ হবে না। আমাদের সবটুকু দিয়ে লড়েই জয় আনতে হবে।’
শেষ পর্যন্ত শিরোপা কার হাতে ওঠে, অপেক্ষা করতে হবে ১৯ মে পর্যন্ত।
সারাবাংলা/এফএম