ঢাকা: দেশের ২৩ জেলায় ১ লাখ ৬০ হাজার কৃষককে জনপ্রতি ৫ টি করে দেশি জাতের নারিকেলের চারা বিনামূল্যে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ মে) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নারিকেলের চাষ বাড়াতে এ উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়ের। এতে ব্যয় হবে ১১ কোটি টাকা।