Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরের মাটি খননকালে মিলল বিষ্ণু মূর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৪ ১৭:০৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুকুরের মাটি খননকালে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের বাড়ির পুকুরের মাটি খননকালে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন জানান, সকালে উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের একটি পুকুরের মাটি খনন করছিলো শ্রমিকরা। পরে বেলা সাড়ে ১১ টার দিকে শ্রমিক মোবারক শেখ ও মিতুল হোসেন মাটি খনন করার সময় মূর্তি দেখতে পান। পরে শ্রমিকরা উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান শিকদার রিগ্যানকে মূর্তি পাওয়ার বিষয়টি অবগত করেন। এরপর ওই জনপ্রতিনিধি মোবাইল ফোনে কল করে বিষয়টি ইউএনওকে জানান।

মূর্তিটি উচ্চতায় ৩৭ ইঞ্চি ও প্রস্তে ১৭ ইঞ্চি। মূর্তিটি ট্রেজারিতে পাঠানো হবে বলে জানান আসলাম হোসাইন।

সারাবাংলা/একে

পুকুর খনন বিষ্ণু মূর্তি মুন্সীগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর