Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে হেয় করতেই লু-কে অবান্তর প্রশ্ন: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৪ ১৯:৩০

ফাইল ছবি

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরের সময় প্রথম আলো ও ইনডিপেন্ডেন্ট টিভি চ্যানেলের সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন তা সম্পূর্ণরুপে অসত্য, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বিএনপিকে হেয় করতেই এ ধরনের অবান্তর প্রশ্ন করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) বিকেলে গমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এর আগে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরের সময় প্রথম আলো ও ইনডিপেন্ডেন্ট টিভি চ্যানেলের দুই সাংবাদিক প্রশ্ন করেন, ‘বিএনপি অভিযোগ করেছে যে, ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?’

ডোনাল্ড লুকে করা এমন প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রিজভী বলেন, ‘বিএনপির কোনো পর্যায়ের নেতাই কখনো কোথাও এ ধরণের মন্তব্য করেননি বা বক্তব্য দেননি। এ ধরণের মনগড়া বক্তব্য প্রকাশ করা বড় ধরণের ভুল বুঝাবুঝির সৃষ্টি করে। প্রথম আলো এবং ইনডিপেন্ডেন্ট টিভির মতো বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের এ ধরনের অবাস্তব প্রশ্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুন্ন করেছে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের জনগণ ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। বিএনপির নেতা-কর্মীরা জীবন বাজি রেখে, জেল-জুলুম-নিপীড়ন-নির্যাতন সহ্য করে দেশের মানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর। বিএনপির বরাত দিয়ে যে বিভ্রান্তিমূলক প্রশ্ন করা হয়েছে তা সমীচীন নয়। এটি জনমণে বিভ্রান্তি সৃষ্টি করে। উল্লিখিত অসত্য ও মনগড়া বক্তব্যটির প্রতিবাদ জানাচ্ছে বিএনপি।’

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর