Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজি খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৪ ১৭:১০

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে পাপিয়া বেগম (৪০) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার চাচা দুলা মিয়ার (৫০) বিরুদ্ধে।

শনিবার (১৮ মে) সকালের দিকে উপজেলার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিতহ পাপিয়া ওই গ্রামের নুরুল হক মাস্টারের মেয়ে ও মনোহরপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী। অভিযুক্ত দুলা মিয়া বিরামেরভিটা গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত দুলা মিয়া তার লোকজন ও ছেলে রাব্বিকে নিয়ে পাপিয়াদের জমিতে জোরপূর্বক গাছ রোপণ করতে যান। এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা দুলা মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পাপিয়ার গলায় আঘাত করে। এতে ওই নারী গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্বজনরা আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু হয়।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান, এ ঘটনায় পারভীন বেগম নামের একজনকে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ইআ

গাইবান্ধা জমি নিয়ে বিরোধ টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর