Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে ফের বন্যা, নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪ ১০:৩১

ভারী বৃষ্টিপাতে মধ্য আফগানিস্তানে ফের আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। গত সপ্তাহের বন্যার ক্ষতি এখনও সামলে উঠতে পারেনি দেশটি। এরইমধ্যে ভারী বর্ষণে ফের এই বিপর্যয় ডেকে এনেছে।

শনিবার (১৮ মে) দেশটির পুলিশের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার (১৭ মে) প্রবল বর্ষণে ঘোর এলাকার হাজারও ঘরবাড়ি ধ্বংস হয়েছে। কৃষি জমির বিশাল অংশ প্লাবিত হয়েছে। বৃষ্টিপাতের ফলে হওয়া নতুন ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।

ঘোর এলাকার পুলিশের মুখপাত্র আবদুল রহমান বদ্রি বলেছেন, শুক্রবার বন্যায় ৫০ জন প্রাণ হারান এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।

যদিও প্রদেশের তথ্য বিভাগের প্রধান আবদুল হাই জাইম বলেন, শুক্রবারের দুর্যোগে কতজন আহত হয়েছেন তার কোনো তথ্য নেই।

জাইমের মতে, প্রদেশের রাজধানী ফিরোজ-কোহ-তে কমপক্ষে দুই হাজার বাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়া চার হাজার বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে দুই হাজার দোকান পানির নিচে তলিয়ে গেছে। শত শত হেক্টর কৃষি জমি ধ্বংস হয়েছে। বন্যার কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রয়েছে।

গত সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতি হয়। গত রোববার কর্তৃপক্ষ জানিয়েছিল, বাঘলানের বন্যায় কমপক্ষে ৩১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কমপক্ষে এক হাজার ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

সারাবাংলা/ইআ

আফগানিস্তান আফগানিস্তানে বন্যা টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর