Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৪ ১৪:৪১

ঢাকা: বিকল্প কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়া ব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

তারা বলেন, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধের যে ঘোষণা দিয়েছে তা নগরীর ১০ লাখ মানুষকে কর্মহীন করবে। এসব মানুষের বিকল্প কর্মসংস্থান ও জীবীকার নিশ্চয়তা না করে এই ঘোষণার মধ্য দিয়ে সরকার তাদের জীবন-জীবীকা বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে।’

রোববার (১৯ মে) দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, ‘ব্যাটারিচালিত যানবাহন প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থানসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের আয়ের টাকা গ্রামে যায়, অর্থনীতি ও জনজীবনকে সচল রাখতেও বিশেষ ভূমিকা রাখে।’

বিবৃতিতে বলা হয়, এসব যানবাহনকে আরও আধুনিকায়ন করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স দেওয়ার মধ্য দিয়ে বিপুল রাজস্ব আয় ও রিকশা চালকদর অমানবিক অবস্থার অবসান সম্ভব। সরকার এই ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করে স্বকর্মসংস্থান সৃষ্টিকারী মেহনতি মানুষের জীবন-জীবিকার অধিকার নিশ্চিত করবে বলেও বিবৃতিতে দাবি জানানো হয়।

সারাবাংলা/এএইচএইচ/এমও

টপ নিউজ সিপিবি


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর