Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৯ মে ২০২৪ ১৬:৫৬

ঢাকা: বিএনপির নেতারা মানসিক ট্রমায় ভুগছে, সে কারণে আবোল-তাবোল বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ মে) মেট্রোরেলের ব্র্যান্ডিং অনুষ্ঠানে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। মেট্রোরেলের ব্র্যান্ডিং নিয়ে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই সেমিনারের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞাপন

নির্বাচনে আওয়ামী লীগের লোকজনই ভোট দিতে আসেনি বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির এ দাবি সত্য নয়। উপজেলা নির্বাচনে প্রথম ধাপে নির্বাচন কমিশন জানিয়েছে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। জাতীয় নির্বাচনে ভোট পড়েছে ৪২ শতাংশেরও বেশি। তারা কি এ দেশের মানুষ নয়? ৪২ শতাংশও যদি ভোট দেয় তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাহার করলো কেমন করে? আসলে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে। এর বাস্তবতা নেই, তারা বাস্তবতা থেকে অনেক দূরে।’

বিএনপি আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপির আন্দোলন করার অধিকার আছে। আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। আর যদি আন্দোলন রূপ নেয় আগুনসন্ত্রাসে, যে চেহারা তারা অতীতে দেখিয়েছে তাহলে সরকার উদ্ভূত পরিস্থিতিতে ব্যবস্থা নেবে।’

এর আগে, মেট্রোরেলের ব্র্যান্ডিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এতে ওবায়দুল কাদের যানজট নিরসনে আধুনিক এই গণপরিবহনের ভূমিকা তুলে ধরেন।

বিজ্ঞাপন

জনবান্ধব এই পরিবহনে এনবিআরের ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এনবিআর হঠাৎ করেই মেট্রোরেলে ১৫% ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ভারতে কি ভ্যাট আছে? ভ্যাট নেই। তাহলে আমাদের এখানে কেন? এটা হয় না। এতে মেট্রোরেলের সুনাম নষ্ট হয়। আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, এনবিআরের এই সিদ্ধান্ত সঠিক নয় ভুল সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।’

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনুরি, জাইকা বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তমোহিদে ও ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

সারাবাংলা/এনআর/এমও

ওবায়দুল কাদের বিএনপি নেতা মানসিক ট্রমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর