ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে ডালিম (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ওই ভবনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
রোববার (১৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২২ নম্বর রোডের এক বাসায় এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ডালিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরচর গ্রামে। বর্তমানে বসুন্ধরা ওই নির্মানাধীন ওই ভবনে থাকতেন।
ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সেলিম রেজা জানান, তারা দীর্ঘদিন ধরে বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ওই ১০ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। সকাল থেকে তারা ভবনটির দ্বিতীয় তলার বাহির পাশে মাচান বেঁধে দেয়াল গাঁথুনির কাজ করছিলেন। মাচানটিতে ডালিম ছাড়াও আরও দুই শ্রমিক ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যায় ডালিম। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানিয়েছেন ভবনের উপর থেকে নিচে পরে গিয়েছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।