Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওয়ার গ্রিড কোম্পানির ২৫০৫ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৪ ২১:০৬

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ২ হাজার ৫০৫ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১৯ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। কমিশন সভা শেষে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান।

বিএসইসি‘র নির্বাহী পরিচালক, পাওয়ার গ্রিডের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার মানি ডিপোটিজের বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের ২৫০ কোটি ৫৪ লাখ ৪ হাজার ৯৭৬টি নন-কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ হিসাবে অনুমোদন দেওয়া প্রিফারেন্স শেয়ারের মূল্য দাঁড়াচ্ছে ২ হাজার ৫০৫ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকা। এই প্রিফারেন্স শেয়ার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করা হবে। এই প্রিফারেন্স শেয়ার কোম্পানির সাধারণ শেয়ারজনিত পরিশোধিত মূলধনের অংশ হবে না।

সারাবাংলা/জিএস/একে

পুঁজিবাজার শেয়ার অনুমোদন শেয়ারবাজার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর