Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের কোলে ফিরে যা বললেন উৎপল


২০ ডিসেম্বর ২০১৭ ১২:৫১

সিনিয়র করেসপন্ডেন্ট

দুই মাস ১০ দিনের মাথায় সাংবাদিক উৎপল দাস মায়ের কোলে ফিরেছেন। মঙ্গলবার রাতে উৎপল সারাবাংলাকে বলেন, ‘আমি কোথায় ছিলাম কীভাবে ছিলাম সে প্রশ্ন করবেন না। আমি যেখানে ছিলাম ভালো ছিলাম।’

এরপর আজ বুধবার সকালে তিনি সারাবাংলাকে বলেন, ‘মায়ের সাথে অভিমান করে ঘুরতে বেরিয়েছিলাম। সেখানে ভালো না লাগায় আবার মায়ের কাছে চলে এসেছি।’

এরপর সকাল ১০টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উৎপল বলেন, ‘গত ১০ অক্টোবর সন্ধ্যার পর ধানমণ্ডির স্টার কাবাবের সামনে থেকে একটি গাড়িতে আসা বেশ কয়েকজন লোক তুলে নিয়ে যায়। গাড়িতে তুলেই চোখ দুটো বেঁধে ফেলে। এরপর গাড়িতে করে ৩/৪ ঘণ্টা ঘোরায়। রাত ১২টার দিকে একটি ঘরে থাকতে দেওয়া হয়। আশেপাশে লোহার রড দিয়ে ঘেরা ছিল। তিন বেলা দরজা শুধু খাবার পরিবেশন করা হতো। ওই ঘরের পাশেই একটি বাথরুমও ছিল। বেশির ভাগ সময়ই চোখ বাধাই থাকত।’

তিনি আরও বলেন, “গতকাল মঙ্গলবার আবার চোখ বাধা অবস্থায় গাড়িতে তুলে ৩/৪ ঘণ্টা ঘোরানো হয়। এরপর নামিয়ে দেওয়ার সময় বলা হয়, ‘তোমাকে নামিয়ে দেওয়া হবে গাড়ি টান দেওয়ার পর তুমি চোখ খুলবে।’ তারা গাড়ি টান দিলে আমি চোখ খুলে কয়েকজন লোককে জিজ্ঞাসা করলে তারা জানায়, এটা নারায়নগঞ্জের রূপগঞ্জ ভুলতা এলাকা।”

গত ১০ অক্টোবর সন্ধ্যায় উৎপল দাস নিখোঁজের পর ডিআরইউ চত্বরে তাকে ফেরত চেয়ে সাংবাদিকদের একাধিকবার মানববন্ধন হয়। উৎপলের বাবা মা সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর কাছেও সন্তানকে উদ্ধারে অনুরোধ করেন।

উৎপল ফিরে আসায় তার বাবা-মা ও বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিএম/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর