Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাইসি ছিলেন অত্যাচারী এবং সন্ত্রাসী: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৪ ১৪:৪৯

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ‘অত্যাচারী এবং সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর রিক স্কট।

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যদি রাইসি মারা গিয়ে থাকেন, তবে বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ এবং সুন্দর জায়গা হয়ে উঠেছে।

ওই পোস্টে রাইসিকে ‘শয়তান লোক’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘এই লোকটা ছিল অত্যাচারী এবং সন্ত্রাসী। তাকে কেউই ভালোবাসতো না, সম্মানও করতো না। কেউই তাকে মিস করবে না। যদি সত্যিই তার মৃত্যু হয় তবে আমি আশা করবো ইরানের জনগণ খুনি স্বৈরশাসকদের কাছ থেকে নিজেদের দেশকে পুনরুদ্ধার করতে পারবে।’

গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সব আরোহীই নিহত হন।

সারাবাংলা/এমও

ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর