ইয়াবা সেবনের দায়ে ৩ কারারক্ষী বরখাস্ত
২৯ মে ২০১৮ ১৯:২২ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কারাগারে ইয়াবা সেবনের অভিযোগে শরীয়তপুর জেলা কারাগারের তিন কারারক্ষীকে বরখাস্ত করেছে কারা অধিদফতর।
মঙ্গলবার (২৯ মে ) বিকেলে কারা অধিদফতরের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) তৌহিদুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সারাদেশের কারাগারগুলোতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কারারক্ষীরাও এর বাইরে নয়। তাদেরও গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। ইয়াবা সেবনের অভিযোগ প্রমানিত হওয়ায় শরীয়তপুর কারাগারের ৩ কারারক্ষীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই তিন কারারক্ষী নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করত এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ার পরই মঙ্গলবার তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া ৩ কারারক্ষী হলেন, মো. সালাউদ্দিন,পলাশ হোসেন ও ফারুক হোসেন।
একইসঙ্গে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১৪ কারারক্ষীকে দেশের বিভিন্ন স্থানে শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে জানান ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম।
সারাবাংলা/ইউজে/এমআই