Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে জাল নোটসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৪ ১৮:৪০

গাজীপুর: গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ মে) রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ভোলা জেলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে শিবলু (৩৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার মমিন মিয়ার ছেলে রাকিবুল হাসান (২৭)।

এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকার মূল্যমানের জাল নোট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিবলুর স্ত্রী মিনারা ও তাদের অপর এক সহযোগী আনিসকে এই মামলায় আসামী করে মোট চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সোমবার (২০ মে) বিকেলে তিনটার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, সোমবার রাতে উত্তর খাইলকুর এলাকার একটি ছয়তলা বাড়ির চারতলার একটি কক্ষে জাল নোট বেচাকেনার তথ্য পায় পুলিশ। পরে ওই ভবনটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জাল নোটসহ গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাজারে জাল নোট গুলো ছড়িয়ে দেবার পরিকল্পনা ছিল তাদের। এক লাখ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বেচাকেনা করতেন তারা। একই অপরাধে তাদের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) হাফিজুল ইসলাম, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানসহ আরও অনেক কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

গাজীপুর জাল নোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর