কলকাতা ফুটবল টুর্নামেন্টের অতিথি কায়সার হামিদ
২০ মে ২০২৪ ২০:৫২
ঢাকা: কায়সার হামিদ। বাংলাদেশের ফুটবলের উজ্জলতম নক্ষত্র। দেশের ইতিহাসের সেরা রক্ষণ প্রহরী। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব আর জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন প্রায় দেড় দশক। তার অধিনায়কত্বে বাংলাদেশ লাল দল ১৯৮৯ সালে জিতেছিল প্রেসিডেন্ট গোল্ড কাপ শিরোপা।
কায়সার হামিদ খেলেছেন কলকাতা লিগেও। ১৯৯১-৯২ সালে তিনি ছিলেন কলকাতা মোহামেডানের অংশ। এছাড়া জাতীয় দল আর বাংলাদেশের ক্লাবের হয়ে ভারতের দর্শকদের মুগ্ধ করেছেন বহুবার। যা এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ওপারের দর্শকরা। তাই তো কলকাতায় কায়সার হামিদের ফের ডাক পড়েছে। তিনি যাচ্ছেন স্থানীয় টুর্নামেন্টে প্রধান অতিথি হয়ে।
কলকাতা নন্দজার ছাত্র সমাজের পরিচালনায় ১৯ মে শুরু হওয়া ফুটবল উৎসব চলবে ২৬ মে পর্যন্ত। ৭ দিনব্যাপী খেলা অনুষ্ঠিত হবে কলকাতা নন্দজার হাইস্কুল মাঠ প্রাঙ্গণে।
১৯ মে ২০২৪ অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব ১৪ পুরুষ দলের খেলা। ২০ মে অনুষ্ঠিত হবে ৪টি ভেটারেন্স টিম নিয়ে একটি টুর্নামেন্ট।
এছাড়া ২৪,২৫ এবং ২৬ মে মহিলা ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত হবে আরেকটি টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট ৪০ টি দল। ২৬ মে টুর্নামেন্টের ফাইনাল।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদকে।
কায়সার হামিদ জানিয়েছেন, ‘কলকাতার ফুটবলপ্রেমীরা আমাকে ভোলেনি, জেনে ভালো লাগছে। তাদের আমন্ত্রণে নিজেকে সম্মানিত বোধ করছি।’
সারাবাংলা/একে