Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পচা মাছ-ভেজাল সেমাই রাখায় আগোরাকে ৫ লাখ টাকা জরিমানা


২৯ মে ২০১৮ ২০:১০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনহীন পণ্যে লোগো ব্যবহার করে বিক্রি ও পচা মাছ রাখার অপরাধে সুপার শপ আগোরাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

আগোরা মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের পাশের শাখায় মঙ্গলবার (২৯ মে) দুপুর ৩টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। সহযোগিতা করে বিএসটিআই।

মশিউর রহমান বলেন, বিএসটিআইয়ের অনুমোদনহীন লাচ্ছা সেমাই এবং আরও বেশ কিছু পণ্য বিক্রি করছিল আগোরা। আবার কিছু পণ্যে বিএসটিআইয়ের লোগো আছে কিন্তু অনুমোদন নেওয়া হয়নি- এই অভিযোগের সত্যতা পাওয়ায় চার লাখ এবং পচা মাছ রাখা ও বিক্রি করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এরপর অভিযান চালানো হয় মিরপুরের ‘বার্গার কিং’এ। অনুমোদনহীন সস ব্যবহার করায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সারাবাংলাকে মশিউর রহমান আরও বলেন, এই অভিযান চলবে। নিয়মিত অভিযান চলছে বলেই ভেজালের মাত্রা কিছুটা কমে এসেছে।

সারাবাংলা/ইউজে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর