Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে নিখোঁজ হওয়া এমপি’র সন্ধানে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মে ২০২৪ ১৩:৫০ | আপডেট: ২১ মে ২০২৪ ১৪:০৮

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিষয়ে এখন পর্যন্ত কোনো হালনাগাদ তথ্য নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারি সব সংস্থাগুলো এটা নিয়ে কাজ করছে। আমাদের এনএসআই, এসবি ও পুলিশ কাজ করছে। ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করা হচ্ছে। আশা করছি, ভারতীয় সরকারের মাধ্যমে শিগগিরই তার বিষয়ে জানতে পারবো।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।

মন্ত্রী জানান, ‘ভারতের ইমিগ্রেশন পার হয়ে যথাযথভাবেই তিনি ভারতে যান। তার পরিবার থেকে আমাদের জানানো হয়েছিল যে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।’

তার বিষয়ে কোনো আপডেট (হালনাগাদ তথ্য) পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। যতটুকু শুনছি, আনারের মোবাইলটাও বন্ধ আছে।’

উল্লেখ্য, গত ১৬ মে থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।

সারাবাংলা/জেআর/এমও

আনোয়ারুল আজিম আনার এমপি ঝিনাইদহ-৪ ভারতে নিখোঁজ স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর