রংপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ২
২১ মে ২০২৪ ১৪:০৭
রংপুর: রংপুরের মিঠাপুকুরে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শঠিবাড়ি কলেজকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মিঠাপুকুর দূর্গাপুরের রুমান মিয়া ও শঠিবাড়ির রাশেদ মিয়া। তারা দুইজনই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান কামরুর (হেলিকপ্টার) কর্মী-সমর্থক বলে জানা গেছে।
দূর্গাপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, শঠিবাড়ি কেন্দ্রে দুপুরে রুমান ও রাশেদ তাদের নিজেদের ভোট দেন। এরপর তারা ভোট কক্ষে পোলিং অফিসারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দেন। এ সময় কর্মকর্তারা বাধা দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা পুলিশ তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।
মিঠাপুকুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা (মোটরসাইকেল), উপজেলা আওয়ামীলীগের সদস্য কামরুজ্জামান কামরু (হেলিকপ্টার) এবং স্বতন্ত্র শাহ সাদমান ইশরাক (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে দুইজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সারাবাংলা/ইআ