Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল্যাণময় সমাজ গঠনই ছিল বুদ্ধের অনন্য প্রচেষ্টা: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মে ২০২৪ ১৪:৪৬

ফাইল ছবি: গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ উপলক্ষে মঙ্গলবার (২১ মে) এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণঢালা অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘শুভ বুদ্ধ পূর্নিমা সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বিদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপ্রয়াণের এর ঐতিহ্য বিজড়িত এই দিন। বুদ্ধ পূর্ণিমা তাদের কাছে অত্যন্ত পবিত্র ও সম্মানিত। ভয়-ভীতি, লোভ-লালসা উপেক্ষা করে মহামতি গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বানী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে কল্যাণময় সমাজ গঠনই ছিলো গৌতম বুদ্ধের অনন্য প্রচেষ্টা।’

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, “দেশের বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে ‘বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’ গঠন করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এভাবে তিনি সকল ধর্মের আচার-আচরণে সমান সুযোগ সৃষ্টি করে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন।“

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

কল্যাণময় সমাজ জি এম কাদের বুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর