কুমারখালীতে মান্নান, দৌলতপুরে বুলবুল, মিরপুরে জয়ী হালিম
২১ মে ২০২৪ ২৩:৪১
কুষ্টিয়া: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান খান জয় পেয়েছেন। নির্বাচনে দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আনারস প্রতীকে বুলবুল আহমেদ চৌধুরী টোকেন। অন্যদিকে মিরপুর উপজেলায় দোয়াত-কলম প্রতীকে অ্যাডভোকেট আব্দুল হালিম চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগেই একক প্রার্থী হিসেবে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা ভোটে বিজয়ী হয়েছেন আবু হেনা মোস্তফা কামাল মুকুল।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় কুষ্টিয়ার কুমারখালী, দৌলতপুর, মিরপুর ও ভেড়ামারা উপজেলায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। একটানা ভোট নেওয়া হয় বিকেল ৪টা পর্যন্ত।
জেলার চার উপজেলার মধ্যে ভেড়ামারায় চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই উপজেলায় কেবল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সারাবাংলা/টিআর
উপজেলা নির্বাচন কুমারখালী কুষ্টিয়া দৌলতপুর মিরপুর ষষ্ঠ উপজেলা নির্বাচন