নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রি করায় দুইজন কারাগারে
২৯ মে ২০১৮ ২০:৪৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আমদানি, উৎপাদন ও বিপণন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি করায় রাজধানীর কারওয়ান বাজারে দুইজনকে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরেকটি মাছের আড়ৎ থেকে ১২০ কেজি জাটকা জব্দ করা হয়।
অভিযান শেষে মঙ্গলবার (২৯ মে) দুপুরে এতিমখানা ও বস্তিবাসীদের মধ্যে মাছগুলো বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
দেশীয় মাছ সংরক্ষণে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস রুলস, ১৯৮৫ এর কিছু ধারা সংশোধন করে আফ্রিকান মাগুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
সারওয়ার আলম সারাবাংলাকে বলেন, নিষিদ্ধ হওয়ার পরও আফ্রিকান মাগুর চাষ করে বিক্রি করা হচ্ছে। ক্রেতারা যেন বুঝতে না পারেন তাই দেশীয় মাগুর মাছের সমান হতেই বাজারে তোলা হয়। তবে একটু চেষ্টা করলেই বোঝা যাবে এটি আফ্রিকান জাতের মাছ। দেশীয় মাগুর কম মোটা হয়। গায়ের রঙ হালকা কালচে, মাথাটা একটু বড়। আফ্রিকান মাগুর মাছের মাথা ও শরীর একই আকারের হয়, রঙ ফ্যাকাশে। আফ্রিকান মাগুর বিক্রি করায় এদিন দুই মৎস ব্যবসায়ীকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, আরেকটি মাছের গুদামে অভিযান চালিয়ে ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। ওই গুদামেই পচা ছোট মাছ রাখায় তাদের সতর্ক করা হয়েছে।
র্যাব-২ এর অভিযানে মৎস অধিদফতরের কর্মকর্তারা সহযোগিতা করেন।
সারাবাংলা/ইউজে/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook