Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন্দীগ্রামে ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ০১:২১ | আপডেট: ২২ মে ২০২৪ ০২:৫৬

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে সাত বছর বয়সী এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার শামীম হোসেন আকন্দ (২৩) নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের এমদাদুল হক আকন্দের ছেলে।

মামলার এজাহার থেকে জানা গেছে, সোমবার (২০ মে) দুপুরে শিশুটি বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায়। এ সময় শামীম তার মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটি বাড়িতে ফিরে তার মা-বাবাকে ঘটনাটি বললে শিশুটির বাবা নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা করেছে। আসামিকে গ্রেফতার করেছি। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/টিআর

ছেলে শিশুকে ধর্ষণ ধর্ষণ বগুড়া শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর