Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে আবেদনের মেয়াদ শেষের ৪ দিন পর চিঠি গেল বিভাগে

ইবি করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ০৯:৪৫

ইবি: সম্প্রতি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষায় (এম এস ও পিএইচডি) ফেলোশিপের আবেদন শেষ হয়েছে। আবেদন শেষ হওয়ার ৪দিন পর এক বিভাগে চিঠি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার দফতর। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

চিঠি সূত্রে জানা গেছে, গত ১৫ মে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষায় (এম এস ও পিএইচডি) ফেলোশিপের আবেদন শেষ হয়েছে। আবেদন শেষ হওয়ার চারদিন পর গত ১৯ মে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগে চিঠি পাঠায় রেজিস্ট্রার দফতর। সেই চিঠিতে স্বাক্ষর করেছেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খান।

বিজ্ঞাপন

শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সবকিছুতেই ঢিলেমি করে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ফেলোশিপ শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী। যেখানে আবেদন শুরুর সঙ্গে সঙ্গে জানানোর কথা সেখানে আবেদন শেষ হওয়ার চারদিন পর বিভাগে জানানো হচ্ছে। ব্যাপারটা দুঃখজনক। প্রশাসনের অবহেলার কারণে বিশ্ববিদ্যালয়ের ফেলোরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ও সুযোগ হারাচ্ছে।’

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ইনজামুল হক বলেন, ‘ফেলোশিপের আবেদনের মেয়াদ শেষ হওয়ার ৪ দিন পর চিঠি পেয়েছি। এটা আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি বলে মনে করি। এটা কখনোই প্রত্যাশিত নয়। আমি বিষয়টি নিয়ে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবো।‘

এ বিষয়ে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খানকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। বিশ্ববিদ্যালয় খুললে শনিবার অফিসে কাগজপত্র দেখতে হবে। এছাড়া রেজিস্ট্রার দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভাগ ভালো বলতে পারবে।’

সারাবাংলা/এমও

ইবি ইসলামী বিশ্ববিদ্যালয় টপ নিউজ মেয়াদ শেষ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর