Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং ব্যর্থতায় দেশের পিচকে দুষলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৪ ০৯:৫৬

ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের হার

বিশ্বকাপের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। অবিশ্বাস্য এক রান তাড়া করে বাংলাদেশকে চমকে দিয়ে অঘটনের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই তাদের ৫ উইকেটে হারিয়ে দিয়েছে তারা। হতাশায় ভরা ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, জিম্বাবুয়ের বিপক্ষে ভালো পিচে খেলতে না পারার কারণেই পারফর্ম করতে পারেননি ব্যাটাররা। এই ম্যাচে হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শান্তর।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে হৃদয়-মাহমুদউল্লাহ ছাড়া সুবিধা করতে পারেননি কেউই। এই দুই ব্যাটারের কল্যাণেই ১৫০ পেরোয় স্কোর। তবে সেটা ডিফেন্ড করতে পারেননি বোলাররা। অ্যান্ডারসন-হারমিতের অবিশ্বাস্য এক জুটিতে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।

ম্যাচ শেষে শান্ত বলছেন, দেশে ভালো পিচে না খেলার কারণেই আত্মবিশ্বাস পাচ্ছেন না ব্যাটাররা, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। শুরুটা ভালো হলেও দ্রুত উইকেট হারিয়েছি। আমাদের কমপক্ষে ২০ রান বেশি করা উচিত ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ভালো পিচে খেলিনি। এই কারণেই ব্যাটাররা রান পাচ্ছেন না। তবে আমি আশাবাদী তারা ফর্মে ফিরবেন। স্পিনাররা ভালো বোলিং করেছে। শেষ ২-৩ ওভারে পেসাররা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারেনি।’

ব্যাটারদের ফর্ম দিয়ে দুশ্চিন্তা করতে চান না শান্ত, ‘ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছি না। তারা সবাই নিজেদের স্কিল নিয়ে কাজ করছে। এটা নিয়ে সবাই কাজ করছি। আশা করি সামনের বাচে ভালোভাবে কামব্যাক করবে সবাই। পরের ম্যাচে আরও বড় স্কোরের লক্ষ্য থাকবে। আশা করি বিশ্বকাপেও তারা ঘুরে দাঁড়াবে।’

ভালো ক্রিকেট না খেলাকেই হারের জন্য দায়ী করছেন শান্ত, ‘সমর্থকরা হতাশ হয়ে ফিরে গেছে। আমরা ভালো খেলিনি। সুযোগ সুবিধা নিয়ে অজুহাত দেওয়ার কিছু নেই। আমরা জানি না বিশ্বকাপে কি পরিস্থিতি হবে। সবাই এখানে মানিয়ে নিচ্ছে, আমরাও নিচ্ছি। আশা করি সামনে ম্যাচে দল ঘুরে দাঁড়িয়ে ভালো পারফর্ম করবে।’

আগামী ২৩ মে একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ শান্ত

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর