Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্রলীগ-যুবলীগ করলে হাজার কোটি টাকা পাচার করা যায়’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ১৩:০৮

ফাইল ছবি

ঢাকা: ছাত্রলীগ-যুবলীগ করলে হাজার কোটি টাকা পাচার করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২২ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি শোভায়াত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম বিশ্বমৈত্রী কামনায় এ শান্তি শোভাযাত্রা আয়োজন করে।

রিজভী বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনা এমন এক পরিবেশ সৃষ্টি করেছেন, যাদের আগে ঘরে খাবার ছিল না, তারা কোটি কোটি টাকার লোক হয়েছে। আমরা আগে শুনেছি, জমিদাররা রাজনীতি করলে তাদের জমিদারি ফতুর হয়ে যায়। আর এখন দেখছি ছাত্রলীগ করলে হাজার কোটি টাকা পাচার করা যায়, যুবলীগ করলে হাজার কোটি টাকা পাচার করা যায়।’

তিনি বলেন, ‘এই সরকার জোর করে ক্ষমতায় আছে। মানুষের ভোট কেড়ে নিয়েছে, মানুষের হাঁটাচলা বন্ধ করে দিয়েছে। মানুষের সমাবেশ করার অধিকার বন্ধ করেছে। মানুষের কণ্ঠের স্বাধীনতা বন্ধ করেছে। সেই কণ্ঠের মধ্যে ফাঁসির দড়ি লাগিয়েছে। এমন পরিবেশের বিরুদ্ধে বুদ্ধের বাণী আমাদের অনুপ্রাণিত করে। কষ্ট সহ্য করে হলেও সত্যের প্রতি তাঁর যে আত্মনিবেদন, সেই আত্মনিবেদন স্মরণ করেই আগামী দিনে এই স্বৈরাচার পতনে সবাইকে প্রত্যয়দীপ্ত হতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে।’

রিজভী বলেন, ‘গৌতম বুদ্ধ বলেছিলেন আত্মদীপ হও। অর্থাৎ নিজের অন্তরের আলোতে চল। আমাদের শেখ হাসিনা নির্দেশ দেন কীভাবে চলতে হবে। সমাবেশ করার জন্য পুলিশের পারমিশন নিতে হবে। গণতান্ত্রিকামী মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে। গৌতম বুদ্ধের যে বাণী আত্মদীপ হও, সেই অন্তরের আলোতেই আমরা চলি, আমরা চলতে চাই। আর সেই চলার পথে কেউ বাধা-বিঘ্ন ঘটালে তার বিরুদ্ধে প্রতিরোধ করা ন্যায়সঙ্গত।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপু, জন গোমেজ, দীপেন দেওয়ান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, হাবিবুর রশিদ হাবিব, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা ইমতিয়াজ বকুল, জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাজু আহমেদসহ অনেকেই।

সারাবাংলা/এজেড/ইআ

ছাত্রলীগ-যুবলীগ টপ নিউজ রুহুল কবির রিজভী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর