বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান, ঘিরে রেখেছে র্যাব
সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ২৩:১২ | আপডেট: ২৩ মে ২০২৪ ০২:০৪
২২ মে ২০২৪ ২৩:১২ | আপডেট: ২৩ মে ২০২৪ ০২:০৪
ঢাকা: রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় বোমা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কারখানাটিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাব-৩। সেজন্য তারা কারখানাটি ঘিরে রেখেছে।
বুধবার (২২ মে) রাত ১০টার দিকে কারখানাটি ঘিরে ফেলে র্যাব সদস্যরা। সার্বিক প্রস্তুতি শেষে অভিযান চালানো হবে বলে জানান র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রেখেছে র্যাব-৩ এর সদস্যরা।’
তিনি আরও বলেন, ‘র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
সারাবাংলা/ইউজে/পিটিএম