বুদ্ধ পূর্ণিমায় কক্সবাজারে শান্তির শোভযাত্রা
২২ মে ২০২৪ ১৯:৪৩
কক্সবাজার: নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের মতো কক্সবাজারেও উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। অন্যান্য আয়োজনের সঙ্গে ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে এ দিন উখিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘শান্তির শোভাযাত্রা’।
বুধবার (২২ মে) সকাল থেকেই শুরু হয় বুদ্ধ পূর্ণিমার নানা আয়োজন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, আড়াই হাজার বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। জগতের সব প্রাণী সুখী হোক— এ অহিংস বাণীর প্রচারক সেই গৌতম বুদ্ধের আবির্ভাব, বুদ্ধত্বলাভ ও মহা-পরিনির্বাণের স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বৌদ্ধরা।
দিবসটি উপলক্ষে কক্সবাজারে বিভিন্ন বৌদ্ধ বিহার ও পল্লিতে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এর মধ্যে সকালে বুদ্ধপূজা, শীলগ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ, রক্তের গ্রুপ নির্ণয় ও দুপুরে জ্ঞাতিভোজনসহ ছিল বিভিন্ন আনুষ্ঠানিকতা।
দিনটি পালনে জেলার সবচেয়ে বড় ‘শান্তির শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে উখিয়া উপজেলায়। শতাধিক গাড়ির বহর নিয়ে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ শোভাযাত্রায় বৌদ্ধ সম্প্রদায়ের হাজারও নারী-পুরুষ অংশ নেয়। শোভাযাত্রাটি উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে মরিচ্যা স্টেশনের দীর্ঘ ২০ কিলোমিটার এলাকা ঘুরে কোটবাজার কেন্দ্রিয় মহাশ্মশান ভাবনা বৌদ্ধ বিহারে গিয়ে শেষ। পরে সেখানে অনুষ্ঠিত হয় সদ্ধর্ম সভা।
এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কক্সবাজার শহরের অগ্গমেধা ক্যাংসহ রাখাইন পল্লি ও রামু উপজেলার ঐতিহাসিক রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ পল্লিতে ছিল বর্ণাঢ্য আয়োজন।
সারাবাংলা/টিআর