রাজধানীর লালবাগ ও উত্তরা থেকে আটক ৭০
২৯ মে ২০১৮ ২২:৩৪ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪১
।। হাবিবুর রহমান, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট ।।
ঢাকা: চলমান মাদকবিরোধী অভিযানে রাজধানীর লালবাগ ও উত্তরার তুরাগ থেকে মোট ৭০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ মে) সকালে তুরাগ থানার বউনিয়া এলাকায় এবং বিকেলে লালবাগের ইসলামবাগে পুলিশ এসব অভিযান চালায়।
লালবাগে বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা অভিযান শেষে ওই জোনের উপ-কমিশনার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, অভিযানে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে আটক করেন তারা।
সেখানে আটকদের কাছ থেকে ৩৭০টি ইয়াবা, ৮০০ গ্রাম হেরোইন, দুই কেজি গাঁজা ও ৫০ লিটারের বেশি বাংলা মদ জব্দ করা হয় বলে জানান তিনি।
এদিন বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত তুরাগ থানার বাউনিয়া এলাকায় অভিযান চালানো হয়।
এ বিষয়ে পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল সাংবাদিকদের বলেন, মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩১ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ ইয়াবা এবং প্রায় ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
সারাবাংলা/এইচআর/এমআইএস