Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যায় করলে প্রার্থিতা বাতিল করা হবে: নির্বাচন কমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৪ ১৮:৫০

বগুড়া: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা প্রার্থীদেরকে ভোটারদের কাছের যাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, ‘ভোটাররাই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনের পরিবেশ বিনিষ্ট এবং অস্থিতিশীল করলে কেউ ছাড় পাবে না। তথ্য-প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল করা হবে।’

শুক্রবার (২৪ মে) সকালে বগুড়া উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফর করছেন ইসি রাশেদা সুলতানা।

প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে বগুড়াসহ বেশ কিছু স্থানে নির্বাচনি কাজে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বগুড়ার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার চক্রবর্ত্তী, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ, বিজিবি ১৬ ব্যাটালিয়নের (নওগাঁ) অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান, র‌্যাব বগুড়া ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মীর মনির হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

টপ নিউজ নির্বাচন কমিশনার প্রার্থিতা বাতিল


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর