Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে রিকশা মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৪ ১৮:৪৫

ঢাকা: ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধ করে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর নয়াপল্টন বিক্ষোভ করেছেন সাধারণ রিকশা শ্রমিকরা।

শুক্রবার (২৪ মে) বিকেলে আরামবাগ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কাকরাইলের দিকে আসতে চাইলে নয়াপল্টন বিএনপি অফিসের সামনে আটকে দেয় পুলিশ।

এ সময় রিকশা শ্রমিকরা দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আমরা খেয়ে না খেয়ে কষ্টে জীবনযাপন করছি। আমরা রাজনীতি বুঝি না। আমরা দুই বেলা ডাল-ভাত খেয়ে বাঁচতে চাই। সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমাদের বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এজেড/একে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রিকশা মিছিল

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর