Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৪ ২০:৩৯

ঢাকা: বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো স্মরণে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

এ লক্ষ্যে শুক্রবার (২৪ মে) ঢাকার বাইরে দুই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সফল করার লক্ষ্যে শুক্রবার সিলেটের একটি হোটেলে প্রস্তুতি সভা হয়। সভায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হকসহ বিএনপি কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অন্যদিকে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সফল করার লক্ষ্যে বগুড়া জেলা বিএনপি অফিসে রাজশাহী বিভাগীয় টিমের সঙ্গে প্রস্তুতি সভা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বিএনপি যুগ্ন মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল।

সভায় কেন্দ্রীয় ও বগুড়া জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/এমও

কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর