Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ১০০-র বেশি নিহতের আশঙ্কা

সারাবাংলা ডেস্ক
২৪ মে ২০২৪ ২২:০২

ঢাকা: পাপুয়া নিউগিনির ছয় গ্রামে ভূমিধসে ১০০-র বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। অস্ট্রেলিয়ার সরকারি প্রচারমাধ্যম এবিসি এই তথ্য দিয়েছে। পাপুয়া নিউগিনি সরকারের পক্ষ থেকে এখনও প্রাণহানির সংখ্যা জানানো হয়নি।

বৃহস্পতিবার (২৩ মে) রাত তিনটার সময় এঙ্গা রাজ্যে এই ঘটনা ঘটে৷ সেইসময় বেশিরভাগ গ্রামবাসী ঘুমিয়ে ছিলেন।

রাজ্যের গভর্নর পিটার ইপাটাস এএফপিকে বলেন, ‘ছয়টির বেশি গ্রামে’ ভূমিধস হয়েছে৷ এতে ‘মারাত্মক ক্ষতি’ হয়েছে বলে জানান তিনি।

চিকিৎসক দল, সামরিক, পুলিশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

পাপুয়া নিউগিনি রেডক্রসের অন্তর্বতীকালীন মহাসচিব জ্যানেট ফিলমোন এএফপিকে জানান, ভূমিধসের জায়গাটি অত্যন্ত প্রত্যন্ত এবং সেখানে জরুরি সেবা বা ত্রাণ পৌঁছাতে দুই দিন লেগে যেতে পারে।

রেডক্রস ধারণা করছে— হতাহতের সংখ্যা ১০০ থেকে ৫০০ পর্যন্ত হতে পারে৷ তবে ‘আরও পরিষ্কার ধারণা পাওয়ার চেষ্টা চলছে’ বলে জানান ফিলমোন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে।

ভূমিধসের কারণ জানা যায়নি। তবে রেডক্রস কর্মকর্তা ফিলমোন বলছেন, ওই এলাকায় ভূমিকম্পের খবর পাওয়া যায়নি। ওই এলাকায় সোনার খনি আছে৷ মানুষ হয়ত গ্রাম সংলগ্ন পাহাড়ে সোনার জন্য খোঁড়াখুঁড়ি করে থাকতে পারে। এ ছাড়া আরেকটি কারণ হতে পারে ভারি বৃষ্টি।

বিষুবরেখার দক্ষিণের কাছে অবস্থিত হওয়ায় ঐ এলাকায় প্রায়ই ভারি বৃষ্টিপাত হয়।

এর আগে, মার্চ মাসে পাশের রাজ্যে ভূমিধসে অন্তত ২৩ জন মারা গিয়েছিলেন।

সারাবাংলা/একে

পাপুয়া নিউগিনি ভূমিধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর