Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০০ ফিটে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপেন্ডেন্ট
২৫ মে ২০২৪ ০৯:০০

ঢাকা: রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন মুন্সি (২০) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে খিলক্ষেত ৩০০ ফিট আইসিসিবি ক্লাবের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত বিল্লালের বন্ধু মো. রিফাত হোসেন জানান, তারা কয়েকজন বন্ধু মিলে ৩০০ ফিট এলাকায় গানের কনসার্টে যাচ্ছিলেন। ৩০০ ফিট আইসিসিবি ক্লাবের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন বিল্লাল। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে বিল্লাল মারা যান।

বিল্লাল হোসেনের ভাই মারুফ হোসেন মুন্সি জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার বামুটিয়া মহিচাইল গ্রামে। বাবার নাম খুরশীদ আলম মুন্সি। বর্তমানে বনানী মহাখালী আমতলী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন বিল্লাল। স্থানীয় একটি মাদরাসায় তিনি হাফেজি পড়তেন। তিন ভাইয়ের মধ্যে বিল্লাল ছিলেন সবার বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর