শাটল ট্রেন থেকে মৃত নবজাতক উদ্ধার
২৫ মে ২০২৪ ১৩:৩৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী শাটল ট্রেন থেকে বস্তাবন্দি অবস্থায় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার হয়েছে। অপরিণত অবস্থায় জন্ম নেওয়া নবজাতককে ট্রেনের বগিতে রেখে এক নারী পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (২৪ মে) রাতে নগরীর পুরাতন রেলস্টেশনে চবি স্টেশন ছেড়ে আসা শাটল ট্রেন থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, চবি থেকে আসা শাটল ট্রেন ষোলশহর রেলস্টেশনে পৌঁছার পর এক মহিলাকে একটি বস্তা বগিতে রেখে নেমে যেতে দেখেন কয়েকজন যাত্রী, যাদের প্রায় সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ সময় বস্তার খোলা মুখ দিয়ে ভেতরে এক নবজাতককে দেখতে পান তারা।
শাটল ট্রেন শেষ গন্তব্য পুরাতন রেলস্টেশনে পৌঁছানোর পর শিক্ষার্থীরা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ গিয়ে নবজাতককে উদ্ধার করে দেখতে পান, সেটি মৃত।
চট্টগ্রাম রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘গত (শুক্রবার) রাতে শাটল ট্রেন থেকে আমরা মৃত অবস্থায় একটি নবজাতক উদ্ধার করেছি। সেটি অপরিণত অবস্থায় জন্ম নেওয়া। যাত্রীদের ভাষ্যমতে, এক নারী মৃত নবজাতকটিকে রেখে ট্রেন থেকে নেমে যান। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’
সারাবাংলা/আরডি/ইআ