Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ১


৩০ মে ২০১৮ ১০:১৯ | আপডেট: ৩০ মে ২০১৮ ১০:২৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

আশুলিয়া: রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন এক ডাকাত মারা গেছে। পুলিশ জানিয়েছে, নিহতের পরনে লুঙ্গি ও গেঞ্জি রয়েছে, তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

বুধবার (৩০ মে) ভোরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাঙ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, রাত তিনটার দিকে একদল ডাকাত মহাসড়কে ডাকাতির চেষ্টা করছিল। এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। তবে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ডাকাতকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই  মনিরুজ্জামান।

এর আগে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে একই স্থানে ডাকাতির চেষ্টাকালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধের পর এক ডাকাত আটক হয়।

সারাবাংলা/আইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর