পুকুরে দুর্বৃত্তের বিষে মরে গেছে ৫ লাখ টাকার মাছ
২৫ মে ২০২৪ ১৭:০৪
নওগাঁ: রাণীনগরে ১৭ বিঘার একটি চাষ করা পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের দেওয়া বিষে ওই পুকুরের প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক।
শুক্রবার (২৫ মে) রাতের আঁধারে উপজেলার রাতলায় সোমনদিঘী পুকুরে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই পুকুরটি সরকারি খাসপুকুর। গত তিন বছর আগে সরকারিভাবে লিজ পান বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহসিন আলী। লিজ পাওয়ার পর থেকে তিনি পুকুরটিতে রুই, কালতা, মৃগেল, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন।
মহসিন আলী বলেন, ‘সরকারি বিধি মোতাবেক সরকারি কোষাগারে অর্থ দিয়ে লিজের মাধ্যমে তিন বছর ধরে ওই পুকুরে মাছ চাষ করছি। আজ শনিবার (২৫ মে) সকালে পুকুর দেখাশোনার শ্রমিক পুকুরে গিয়ে দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠেছে।’
তার দাবি, শুক্রবার রাতের আঁধারে শত্রুতা করে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে করে আমার আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।
রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, ‘ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/এমও