তেওতায় কবিপত্নীর জন্মভিটায় নজরুলের জন্মদিন উদযাপন
২৫ মে ২০২৪ ১৭:১১
মানিকগঞ্জ: স্মৃতিবিজড়িত মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে কবিপত্নী প্রমীলার জন্মভিটায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী।
শনিবার (২৫ মে) সকালে তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে কবি ও কবিপত্নীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। বের করা হয় বর্ণাঢ্য র্যালি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নজরুল প্রেমী-সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ র্যালিতে অংশ নেয়।
এরপর অনুষ্ঠিত হয় নজরুলের জীবনী নিয়ে স্মৃতিচারণমূলক গল্প। দিনব্যাপী চলে গান, হামদ-নাত, গজল ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানের আয়োজনে ছিল জেলা ও উপজেলা প্রশাসক।
মানিকগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক সানজিদা জেসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেনের সভাপতিত্বে অধ্যাপক ড. নিরাঞ্জন অধিকারী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় আরও বক্তব্য দেন নজরুল গবেষক অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ খান, মিয়াজান কবির, মোসলেম উদ্দিন খান মজলিস, শ্যামল কুমার সরকার, কৃষিবিদ রফিকুল ইসলাম, তেওতা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজরিত শিবালয়ের তেওতায় নজরুল-প্রমীলা বিশ্ববিদ্যালয়, নজরুল গবেষণা কেন্দ্র, মিউজিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন। পাশাপাশি তেওতা জমিদার বাড়িকে আদি নকশা অনুযায়ী রক্ষণাবেক্ষণ ও স্মৃতিবিজড়িত পুকুর ঘাটকে গাইড ওয়ালের মাধ্যমে সংস্কার করাসহ ঘাটের চারদিকে ওয়াকওয়ে নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।
সারাবাংলা/এমও