Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রে হাতছানি দিচ্ছে ৩৫ পেশা— চট্টগ্রামে সেমিনারে তথ্য

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ১৮:৩৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সমুদ্রভিত্তিক পেশার সম্ভাবনা বিষয়ে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সমুদ্রগামী জাহাজের পাশাপাশি জাহাজ চলাচল ব্যবস্থাপনা সম্পর্কিত ৩৫টি পেশা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

‘সমুদ্রেই ভবিষ্যত’ শিরোনামে শনিবার (২৫ মে) সকালে নগরীর আগ্রাবাদে জাতিতাত্ত্বিক জাদুঘরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জাতিসংঘের বিশেষায়িত অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মেরিটাইম অ্যাম্বাসেডর ও বাংলাদেশ মেরিন একাডেমির সদ্যবিদায়ী কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন এ সেমিনারের আয়োজন করেন। তাকে সহায়তা দেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভলপমেন্ট অফিসার নৌ-প্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী।

সেমিনারে মূল বক্তব্যে সাজিদ হোসেন ৩৫টি পেশার বিস্তারিত তুলে ধরে বলেন, ‘সময়োচিত সঠিক সিদ্ধান্তে সুবিশাল সমুদ্রে এবং সমুদ্রকে কেন্দ্র করে অসংখ্য কর্মধারায় তরুণ-তরুণীরা যুক্ত হতে পারেন। তাদের জন্য সৃষ্টি হতে পারে সুনিশ্চিত ভবিষ্যৎ। উচ্চ মাধ্যমিকের পরে মেরিন একাডেমিগুলোতে ব্যাচেলর অব মেরিটাইম সাইন্সে অনার্স ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। এরপর সমুদ্রগামী জাহাজের ডেক অফিসার, যার সর্বোচ্চ পদ মাস্টার মেরিনার অথবা ক্যাপ্টেন কিংবা মেরিন ইঞ্জিনিয়ার, যার সর্বোচ্চ পদ চিফ ইঞ্জিনিয়ার হওয়া যায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্নাতক-স্নাতকোত্তর সনদ নিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ব্যবস্থাপনায়ও রয়েছে অনেক সুযোগ।’

সেমিনারে আরও বক্তব্য দেন জাতি-তাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক ড. মো. আতাউর রহমান, ডেইলি সানের ব্যুরো প্রধান মো. নুর উদ্দিন আলমগীর এবং এসডিজি ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট নোমান উল্লাহ বাহার।

সারাবাংলা/আরডি/পিটিএম

পেশা সমুদ্র


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর