‘এসআইইউ’ ইংরেজি বিভাগে যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে ওয়ার্কশপ
২৫ মে ২০২৪ ২১:৩০
ঢাকা: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ‘স্ট্রাটেজিস ফর ইনহান্সিং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ’ শিরোনামে এ ওয়ার্কশপ পরিচালনা করেন ঢাকার আমেরিকান দূতাবাসের ইংলিশ ল্যাংগুয়েজ ফেলো ক্যালি রয়স্টার।
ওয়ার্কশপে তিনি তরুণ শিক্ষার্থীদের ইংরেজিতে কমিউনিকেশন দক্ষতা অর্জনের লক্ষ্যে হাতে কলমে বিভিন্ন কৌশল শেখান।
এদিকে, কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘ইংরেজি শুধুমাত্র একটি ভাষা নয় বরং পেশাগত উৎকর্ষতা সাধনের অন্যতম নিয়ামক।’
ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ।
ইংরেজি বিভাগের প্রভাষক এবং ওয়ার্কশপ আয়োজন কমিটির সদস্য মাহফুজা আক্তারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ এবং ওয়ার্কশপ আয়োজন কমিটির আহ্বায়ক তাসনিম সুলতানা।
ওয়ার্কশপে ইংরেজি বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। পুরো ওয়ার্কশপ সমন্বয় করেন ইংরেজি বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম এবং এস কে শাহরিয়ার।
সারাবাংলা/এমও