Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরখাস্ত করলে অন্য ক্লাবে গিয়ে ট্রফি জিতব: টেন হাগ

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৪ ০৮:৫৩

এফএ কাপের ট্রফি হাতে ইউনাইটেড কোচ টেন হাগ

মৌসুমটা একেবারেই ভালো কাটেনি তার। সব টুর্নামেন্টেই হতাশাজনক পারফরম্যান্সের কারণে গত কয়েকদিন ধরে গুঞ্জন উঠেছে, মৌসুম শেষেই বরখাস্ত হবেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। তবে এসব গুজবের মাঝেই ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা জেতার পর টেন হাগ বলছেন, ইউনাইটেড তাকে বরখাস্ত করলে অন্য ক্লাবে গিয়েই ট্রফি জিতবেন তিনি।

প্রিমিয়ার লিগসহ অন্য সব টুর্নামেন্টে সমর্থকদের হতাশ করেছিল টেন হাগের দল। লিগের পয়েন্ট তালিকার ৮ এ শেষ করায় অনিশ্চিত ছিল ইউরোপে খেলাও। এফএ কাপের ফাইনালেও সিটি ছিল ফেভারিট। তবে সবাইকে খানিকটা চমকে দিয়েই ৮ বছর পর এই শিরোপা ঘরে তুলল ইউনাইটেড। একই সাথে ইউরোপা লিগে খেলাও নিশ্চিত হল ইউনাইটেডের। ইংলিশ সংবাদমাধ্যমের খবর সঠিক হলে এই ফাইনালই ছিল টেন হাগের শেষ ম্যাচ।

শিরোপা উল্লাসের পর টেন হাগ জানিয়েছেন, ক্লাব তাকে বরখাস্ত করলেও ট্রফি জেতা বন্ধ হবে না তার কোচিং ক্যারিয়ারে, ‘দুই বছরে দুটি শিরোপা তো খারাপ না তাইনা? দুই বছরে তিনটি ফাইনালও খারাপ না। তারা যদি আমাকে না চায় তাহলে আমি অন্য কোন ক্লাবে যাবো, সেখানেই ট্রফি জিতব। কারণ ট্রফি জেতাই আমার কাজ!’

ক্লাব ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তই নেয় সেটা মেনে নেবেন হাগ, ‘আমি জানি না তারা আমাকে বরখাস্ত করবেন কিনা। এই প্রশ্নের জবাব আমি দিতে পারব না। আমরা দল হিসেবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা প্রতিনিয়তই উন্নতি করছি। ইংল্যান্ড ও ইউরোপে ভালো করতে হলে ভালো একটা পরিকল্পনা দরকার। তারা যদি আমাকে রাখতে চায় আমি থাকব, নাহলে থাকার সুযোগ নেই। আমি সবসময় ক্লাব ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সম্মান জানাই।’

 

সারাবাংলা/এফএম

এফএ কাপ এরিক টেন হাগ টপ নিউজ ম্যানচেস্টার ইউনাইটেড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর