Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্নাব্যুতে বিদায়বেলায় যা বললেন ক্রুস

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৪ ০৯:৩০

বার্নাব্যুকে বিদায় বললেন ক্রুস

তার বিদায়ের ঘোষণাটা এসেছিল অনেকটা আকস্মিকভাবেই। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুস ঘোষণা দিয়েছিলেন, আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলকে বিদায় বলছেন তিনি। গত রাতে লা লিগার শেষ ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তাই ছিল ক্রুসের শেষ ম্যাচ। আবেগঘন এক ম্যাচে ক্রুসকে চোখের জলেই বিদায় দিয়েছেন মাদ্রিদ সমর্থকরা। ম্যাচ শেষে কান্নাভেজা কণ্ঠে ক্রুস জানিয়েছেন, রিয়াল তার খুবই আপন। রিয়ালের ১০ বছর কখনোই ভুলতে পারবেন না তিনি।

বিজ্ঞাপন

রিয়ালের হয়ে অবিশ্বাস্য এক ১০ বছর কাটিয়েছেন ক্রুস। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ঠিক আগে ক্রুস ঘোষণা দিয়েছেন, ওই ম্যাচটিই হবে ক্লাব ফুটবলে তার শেষ ম্যাচ। আসন্ন ইউরোর পর জাতীয় দলকেও বিদায় বলার ঘোষণা দেন এই জার্মান তারকা। রিয়ালের শেষ লিগ ম্যাচের আগে তাই বার্নাব্যু সেজেছিল বিশেষ সাজে। ক্রুসকে বিদায় দেওয়ার জন্য নানা আয়োজন করে মাদ্রিদ সমর্থকরা। এমনই রেফারিও ম্যাচ থামিয়ে ক্রুসকে বিদায় বলার সুযোগ করে দিয়েছেন।

বিজ্ঞাপন

রিয়ালের হয়ে শেষ লা লিগার ম্যাচ খেলার পর ক্রুস বলছেন, রিয়ালের হয়ে খেলা এই ১০ বছর আজীবন মনে থাকবে তার, ‘আসলে এই অবস্থায় কথা বলা সহজ না। আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ক্লাব, সমর্থক, সতীর্থ ও স্টেডিয়ামের সবাইকে। সবসময় রিয়াল আমার ঘরের মতো ছিল। এর চেয়ে বেশিকিছু আমি চাইতে পারতাম না। এই ১০ বছর কখনোই ভুলব না। শেষ ম্যাচে আসলে আবেগ ধরে রাখাটা কঠিন। তবুও আমি উপভোগের চেষ্টা করেছি। বিশেষ একটা মুহূর্ত ছিল এটা। সামনের দিনগুলোতে আমি এটাকে বারবার মনে করব।’

রিয়ালের হয়ে খেলাকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত বলেই আখ্যায়িত করলেন ক্রুস, ‘রিয়াল বিশেষ একটি ক্লাব। এখানে সবাই একসাথে হয়েই খেলে। সবাই আমাকে অনেক সম্মান দিয়েছে। শুধু ফুটবলার হিসেবে নয়, মানুষ হিসেবেও তারা দারুণ। এই দলটার সাথে খেলতে পেরে আমি গর্বিত। বিদায় বলা কঠিন কাজ। তবুও সেটা করতে হয়। সবাইকে বিদায় জানাই। আশা করি সবাই ভালো থাকবেন।’

সারাবাংলা/এফএম

টনি ক্রুস রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর