Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাফায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৪ ১৪:৪২

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রাফা শহরের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শিবিরে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে। গাজার কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গাজার হামাস সরকারের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের উত্তর-পশ্চিমে শরণার্থী তাঁবুতে ইসরাইলি দখলদার সেনাবাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যায় ৪০ জন শহিদ এবং ৬৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় রাত ৮.৪৫ মিনিটে ইসরাইলি বিমান বাহিনী শরণার্থী শিবিরে হামলা চালায়।ফিলিস্তিনি মিডিয়া অফিস বলেছে, ইসরাইলি বিমান ওই এলাকায় বেশ কয়েকটি তাঁবু লক্ষ্য করে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার পাউন্ডের বোমা নিক্ষেপ করে। এতে প্রায় এক লাখ মানুষকে আশ্রয় দেওয়া শিবিরে আগুন ছড়িয়ে পড়ে। নিহতদের প্রায় সকলেই পুড়ে মারা গেছেন।

রাফায় আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশের পরও ইসরাইল নিবৃত্ত হয়নি। বরং আইসিজের রায়ের পর ইসরাইলি রাফায় হামলা চালাতে আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর