Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা নির্বাচন: চট্টগ্রামে ২ ওসিকে প্রত্যাহারের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৪ ১৮:১৩ | আপডেট: ২৭ মে ২০২৪ ১৯:৪৬

চট্টগ্রাম ব্যুরো: উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার দুইদিন আগে চট্টগ্রামের আনোয়ারা ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ মে) তাদের প্রত্যাহার চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দেয় ইসি।

চন্দনাইশ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ওবায়দুল ইসলাম এবং আনোয়ারা থানায় সোহেল আহমেদ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন।

চিঠিতে পুলিশের এ দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট শেষ না হওয়া পর্যন্ত এই দুই থানায় ৩১ মে পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত)’কে।

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক সারাবাংলাকে বলেন, ‘আমরা এরকম একটি চিঠি পেয়েছি। কীসের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহার করা হচ্ছে চিঠিতে কিছু লেখা ছিল না। তাই এ ব্যাপারে আমি এর বেশি মন্তব্য করতে পারব না।’

আগামী ২৯ মে আনোয়ারা ও চন্দনাইশ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/আইসি/একে

উপজেলা নির্বাচন চট্টগ্রাম টপ নিউজ দুই ওসি প্রত্যাহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর