দিনাজপুর: জেলার বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) দুপুর আড়াইটায় উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটুঙ্গী ভলেশাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- মীরাটুঙ্গী ভলেশাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে লিমন (৩) এবং দুলাল ইসলামের ছেলে তাহিরুল ইসলাম (৩ )। তারা দু’জন আপন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে দুই শিশুকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না। অবশেষে বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন পুকুরে নেমে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।