চাঁদপুরে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা
২৮ মে ২০২৪ ১২:৩৬ | আপডেট: ২৮ মে ২০২৪ ১৪:৪২
চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে রাতের আঁধারে ঘরে ঢুকে এক দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক নাতনি।
সোমবার দিবাগত রাত ১টার দিকে বাকিলা ইউনিয়নের রাধাসা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাদি হামিদুন্নেছা (৭০) ও নাতি আরাফাত হোসেন (১২)। আরাফাত শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
নিহত হামিদুন্নেছার ছোট ছেলের স্ত্রী জানান, সোমবার দিবাগত রাতে বোরকা পরা এক যুবক ঘরের দরজা ভেঙে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার শাশুড়ি হামিদুন্নেছা মারা যান। আর আরাফাতকে আহত অবস্থায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত হালিমা আক্তার মিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।
নিহত আরাফাতের মা শাহিনা বেগম জানান, তার চার সন্তান। এর মধ্যে তার মেয়ে মিম ও আরাফাত তাদের দাদুর কাছে ঘুমিয়ে ছিল।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পিবিআই ও পুলিশের তদন্ত টিম ঘটনাস্থলে কাজ করছে।
সারাবাংলা/ইআ