Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রং লাগিয়ে ফিটনেসবিহীন গাড়ি নামছে রাস্তায়’


৩০ মে ২০১৮ ১৪:০২ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪০

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: ঈদ উপলক্ষে রং দিয়ে ফিটনেসবিহীন গা‌ড়িগুলোকে রাস্তায় নামানোর জন্য প্রস্তুত করা হ‌চ্ছে ব‌লে জানিয়েছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক, সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

বুধবার (৩০ মে) দুপু‌রে গাবত‌লীতে একাধিক ফিটনেসবিহীন গা‌ড়ি কারখানা প‌রিদর্শন শে‌ষে সাংবাদিক‌দের কাছে তিনি একথা জানান।

সেতুমন্ত্রী ব‌লেন, ফিটনেসবিহীন গাড়িগুলো আসলে মানুষ মারার কারখানা। এই আনফিট গাড়িগুলো ঈদযাত্রায় ঘরমুখোদের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। অনেক অসাধু মালিক ফিটনেসবিহীন গা‌ড়িগু‌লো রং করে ঈদের যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করছে।

সে সময় ওবায়দুল কাদের ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানোর জন্য গাড়ি মালিকদের প্রতি অনুরোধ জানান।

গা‌ড়ি কারখানা প‌রিদর্শন শে‌ষে ওবায়দুল কাদের ব‌লেন, এই দুটি কারখানারই অবস্থা খারাপ। বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট।

এ ছাড়াও ফিট‌নেস‌বিহীন গা‌ড়ি এবং কারখানাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটকে নি‌র্দেশ দেন তিনি।

ওই কারখানা মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আমরা এগুলোর বি‌রুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং তা‌দের‌কে খু‌ঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএমএইচ/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর