Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৩ উপজেলার নির্বাচন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৪ ১৬:১৫

ঢাকা: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নতুন করে আরও তিন উপজেলার নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ মে) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

উপজেলাগুলো হলো- চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা এবং নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা। বুধবার (২৯ মে) এসব উপজেলা পরিষদের নির্বাচনে হওয়ার কথা ছিল।

ইসি জানায়, তৃতীয়ধাপের নির্বাচনে মোট ১১২টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। মামলা জটিলতা ও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখন পর্যন্ত ২৫ উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে। সেই হিসেবে বুধবার ৮৭ উপজেলায় ভোটগ্রহণ হবে।

এর আগে, সোমবার (২৭ মে) সাত জেলার ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত করার নির্দেশ দিয়েছিল ইসি।

সারাবাংলা/জিএস/ইআ

নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর