Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর খুন, যুবকের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৪ ১৯:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নয় বছর আগে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর খুন করার মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

মঙ্গলবার (২৮ মে) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলী হাবিবুর রহমান আজাদ।

দণ্ডিত মো. জালাল (৩৫) কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা। পেশায় তিনি পোশাকশ্রমিক। কাজের সুবাধে নগরীর চান্দগাঁও থানার শহীদ কলোনিতে থাকতেন তিনি।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১৫ সালের ২ মার্চ আসামি জালালের হাত ধরে চট্টগ্রাম শহরে আসেন বাকপ্রতিবন্ধী ওই নারী। তার বাড়িও টেকনাফ উপজেলায়। পরিচিত হওয়ায় জালাল ওই নারীকে শহরে এনে তার নিজের ভাড়া বাসায় থাকতে দেন। ওই বাসায় জালালের স্ত্রীও থাকতেন। পরে তিনি ওই নারীকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরির ব্যবস্থা করে দেন। একই বছরের ১৯ মার্চ ওই নারী চাকরিতে না যাওয়ায় এবং বাসায় কেউ না থাকার সুযোগ পেয়ে তাকে ধর্ষণ করেন জালাল।

বিজ্ঞাপন

এরপর ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী নারীকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন তিনি। জালাল ওই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। পরে পুলিশ জালালকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুনের ঘটনা স্বীকার করেন।

এ ঘটনায় ভিকটিম নারীর বাবা বাদী হয়ে জালালকে একমাত্র আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে ২০১৫ সালের ৩০ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ১০ মার্চ জালালের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় আট জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলী হাবিবুর রহমান আজাদ সারাবাংলাকে জানান, আসামি জালালের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি জালাল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/আইসি/পিটিএম

খুন ধর্ষণ বাকপ্রতিবন্ধী নারী] মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর